- Home
- Privacy Policy
Elevate IT Academy – প্রাইভেসি ও প্ল্যাটফর্ম নীতিমালা
আমরা বিশ্বাস করি, শিক্ষার্থীদের তথ্য সুরক্ষা এবং সম্মান বজায় রেখে শেখার একটি সুন্দর পরিবেশ গড়ে তোলাই আমাদের দায়িত্ব। নিচের নীতিমালাগুলো আমাদের সকল শিক্ষার্থী ও সদস্যদের জন্য প্রযোজ্য।
আমরা শিক্ষার্থীদের নাম, ফোন, ইমেইল, ঠিকানা ও একাডেমিক তথ্য সংগ্রহ করি শুধুমাত্র অ্যাকাডেমিক এবং অ্যাডমিনিস্ট্রেটিভ কাজের জন্য। এসব তথ্য কোনোভাবেই তৃতীয় পক্ষের সাথে শেয়ার করা হয় না।
- সব লাইভ ক্লাস ও সেশনের রেকর্ডিং একাডেমির মালিকানা।
- শিক্ষার্থীরা এই কনটেন্ট শুধুমাত্র ব্যক্তিগত শেখার জন্য ব্যবহার করতে পারবেন।
- কোনো রেকর্ডিং, স্লাইড, বা রিসোর্স অনুমতি ছাড়া অন্য কোথাও শেয়ার বা পাবলিশ করা যাবে না।
- Elevate IT Academy-এর নাম, লোগো বা কোর্স কনটেন্ট ব্যবহার করে কেউ ব্যক্তিগত প্রচার চালাতে পারবেন না।
- ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা অন্যান্য গ্রুপে সম্মানজনক ভাষা ব্যবহার করতে হবে।
- কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা, বিরক্ত করা বা নোংরা মন্তব্য করা হলে সেই সদস্যকে ব্যান করা হতে পারে।
- আমাদের জুম/ফেসবুক/হোয়াটসঅ্যাপ সাপোর্ট শুধুমাত্র কোর্স বিষয়ক সহায়তার জন্য।
- দিনের নির্দিষ্ট সময়ের মধ্যে সাপোর্ট প্রদান করা হবে।
- একাধিকবার একই প্রশ্ন করে কমিউনিটিকে বিরক্ত করা থেকে বিরত থাকুন।
- প্রতিটি শিক্ষার্থী নিজের আইডি এবং পাসওয়ার্ড নিজ দায়িত্বে সংরক্ষণ করবেন।
- অন্য কাউকে আইডি শেয়ার করলে এক্সেস স্থায়ীভাবে বন্ধ করা হতে পারে।
- অনলাইন বা অফলাইনে একাডেমির যেকোনো শিক্ষার্থী বা স্টাফের সাথে ভদ্র আচরণ বজায় রাখতে হবে।
- ট্রল, হেইটস্পিচ, মিথ্যা অভিযোগ বা অপপ্রচার একাডেমিক শৃঙ্খলা ভঙ্গের সামিল হবে।
Elevate IT Academy সময়ের প্রয়োজন অনুযায়ী এই নীতিমালায় পরিবর্তন আনার অধিকার রাখে। কোনো পরিবর্তন হলে তা অফিসিয়াল চ্যানেলে জানিয়ে দেওয়া হবে।
আমাদের সাপোর্ট টিম ইমেইল, হোয়াটসঅ্যাপ ও ফোনের মাধ্যমে সবসময় প্রস্তুত রয়েছে।
দয়া করে ভর্তি হওয়ার আগে আমাদের এই নীতিমালা ভালোভাবে পড়ে নিন। এতে করে আপনি আরও সচেতন ও প্রস্তুত থাকতে পারবেন।