Elevate IT Academy – রিটার্ন পলিসি

আমরা সবসময় চেষ্টা করি যেন প্রতিটি শিক্ষার্থী সন্তুষ্ট ও আত্মবিশ্বাস নিয়ে আমাদের কোর্সে অংশ নিতে পারেন। তবে কিছু নীতিমালা আছে যেগুলো সবার স্বার্থেই অনুসরণ করা প্রয়োজন।

ভর্তি বাতিল (ক্লাস শুরুর আগে)

যদি কোনো শিক্ষার্থী কোনো জরুরি বা বিশেষ কারণে ভর্তি বাতিল করতে চান, আমরা তা সম্মানের সাথে বিবেচনা করি।
এই ক্ষেত্রে মোট কোর্স ফি’র ৫০% কর্তন করে বাকি ৫০% ফেরত দেওয়া হবে।

ক্লাস শুরুর পর

একবার ক্লাস শুরু হয়ে গেলে, পুরো কোর্সটি নির্ধারিত সিট, রিসোর্স ও সময় বরাদ্দ করে পরিচালিত হয়।
তাই কোনো শিক্ষার্থী ক্লাসে অংশ নিলে বা কোর্স শুরু হয়ে গেলে, দুঃখজনকভাবে ফি ফেরতের সুযোগ থাকছে না।